২০১৮ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর
২০১৮ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর | |||
---|---|---|---|
![]() | ![]() | ||
ওয়েস্ট ইন্ডিজ | বাংলাদেশ | ||
তারিখ | ২৮ জুন – ৫ আগস্ট ২০১৮ | ||
অধিনায়ক | জেসন হোল্ডার (টেস্ট ও ওডিআই) কার্লোস ব্রাদওয়েট (টি২০আই) | সাকিব আল হাসান (টেস্ট ও টি২০আই) মাশরাফি বিন মর্তুজা (ওডিআই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ক্রেগ ব্রেদওয়েট (২৩৯) | সাকিব আল হাসান (৯৮) | |
সর্বাধিক উইকেট | জেসন হোল্ডার (১৬) | মেহেদী হাসান (১০) | |
সিরিজ সেরা খেলোয়াড় | জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | শিমরন হেটমায়ার (২০৭) | তামিম ইকবাল (২৮৭) | |
সর্বাধিক উইকেট | দেবেন্দ্র বিশু (৪) জেসন হোল্ডার (৪) | মাশরাফি বিন মর্তুজা (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | তামিম ইকবাল (বাংলাদেশ) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | আন্দ্রে রাসেল (৯৯) | সাকিব আল হাসান (১০৩) | |
সর্বাধিক উইকেট | কিমো পল (৬) | মুস্তাফিজুর রহমান (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সাকিব আল হাসান (বাংলাদেশ) |
বাংলাদেশ ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর করে, যা জুন থেকে আগস্ট ২০১৮-এ অনুষ্ঠিত হয়।
দলীয় সদস্য
টেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
প্রস্তুতিমূলক খেলা
দুইদিনের: ওয়েস্ট ইন্ডিজ একাদশ বনাম বাংলাদেশ
২৮–২৯ জুন ২০১৮ |
ব | ||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৫০ ওভার ম্যাচ: ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর এর একাদশ বনাম বাংলাদেশ
১৯ জুলাই ২০১৮ ১৪:০০ (দিন/রাত) |
ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর এর একাদশ ২২৭/৯ (৫০ ওভার) | ব | |
ইয়ানিক অটলি ৫৮ (৭৭) মোসাদ্দেক হোসেন ৪/১৪ (১০ ওভার) |
- ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর এর একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
৪–৮ জুলাই ২০১৮ স্কোরকার্ড |
ব | ||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আবু জায়েদ (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
- বাংলাদেশ তাদের তাদের রেকর্ড সর্বনিম্ন দল মোট ক্রিকেটের কোনও ফর্ম্যাটে।
২য় টেস্ট
১২–১৬ জুলাই ২০১৮ স্কোরকার্ড |
ব | ||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কিমো পল (ওয়েস্ট ইন্ডিজ) তার টেস্ট অভিষেক হয়।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব | ||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ২০৭ রানের পার্টনারশিপটা বাংলাদেশের ২য় উইকেটের জন্য সর্বোচ্চ এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য যেকোনো উইকেটে সর্বোচ্চ।[৩]
- এটি ছিলো তামিমের দশম ওডিয়াই সেঞ্চুরি এবং বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের ধীরতম সেঞ্চুরি (১৪৬ বল)।[৩]
- ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।[৩]
২য় ওডিআই
২৫ জুলাই ২০১৮ ১৪:৩০ (দিন/রাত) |
ব | ||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে পঞ্চম উইকেটের ১০৩ রানের পার্টনারশিপ সর্বোচ্চ।
- শিমরন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজে একদিনের আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ।
৩য় ওডিআই
২৮ জুলাই ২০১৮ ০৯:৩০ |
ব | ||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- তামিম ইকবাল (বাংলাদেশ) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটসম্যানরা সর্বোচ্চ রান করেছেন (২৮৭)।
- বাংলাদেশের সর্বোচ্চ ৩০১/৬ ছিল সর্বোচ্চ স্কোর ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
৩১ জুলাই ২০১৮ ২০:৩০ (রাত) |
ব | ||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ৯১ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।
২য় টি২০আই
৩য় টি২০আই
৫ অগাস্ট ২০১৮ ২০:০০ (রাত) |
ব | ||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে বৃষ্টি বিঘ্নিত হওয়ার পর পারফরম্যান্সের ১৯ রান পিছিয়ে ছিল।
তথ্যসূত্র
- ↑ "বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ"। একুশে টেলিভিশন অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৮।
- ↑ "উইন্ডিজে ওয়ানডে দলে এনামুল, চোট কাটিয়ে মোস্তাফিজও"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৮।
- ↑ ক খ গ "Tamim, Shakib, Mushfiqur power Bangladesh to 279"। BD Crictime। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
- ক্রিকইনফোতে পাতা (ইংরেজি)