আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
আশা বিশ্ববিদ্যালয় | |
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০০৬ |
ইআইআইএন | ১৩৬৬৭৪ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | ইকবাল খান চৌধুরী (ভারপ্রাপ্ত) |
অবস্থান | শ্যমলী , ঢাকা-১২০৭ , ২৩°৪৬′২৩″ উত্তর ৯০°২১′৫৯″ পূর্ব / ২৩.৭৭৩১৩০° উত্তর ৯০.৩৬৬৩০৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | এএসএইউবি |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www.asaub.edu.bd |
আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] এটি বেসরকারি এনজিও আশা কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত। বিশ্ববিদ্যালয়ে দুটি শিফটে পড়ানো হয়।
উপাচার্যগণ
নিম্নোক্ত ব্যক্তিবর্গ আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
ক্যাম্পাস
আশা বিশ্ববিদ্যালয়টি মোহাম্মদপুর এলাকার শ্যামলীর খিলজী রোডে “আশা টাওয়ার” নামে পরিচিত একটি সুবিশাল ভবনে অবস্থিত।[৩]
অনুষদ ও বিভাগসমূহ
বিশ্ববিদ্যালয়ে ৩টি ডিপার্টমেন্টের অধীনে ৯টি বিষয় রয়েছে।
- ফ্যাকাল্টি অব বিজনেস
- ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)
- মাস্টার্স অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
- ফ্যাকাল্টি অব ল
- এলএলবি (অনার্স)
- এলএলএম (২ বছর)
- এলএলএম (১ বছর)
- ফ্যাকাল্টি অব আর্টস এন্ড সোস্যাল সায়েন্স
- বিএ (অনার্স) ইন ইংলিশ
- এম এ (প্রিলিমিনারী) ইন ইংলিশ
- এম এ ইন ইংলিশ (লিটারেচার) এন্ড এম এ ইন এ্যাপ্লাইড লিংগুইসটিক এন্ড ইন এলটি
- সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোফিসিয়েন্স
- ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
- ডিপার্টমেন্ট অব ফার্মাসী
- মাস্টার অব পাবলিক হেলথ্ (এম পি এইচ)
সুযোগ-সুবিধা
লাইব্রেরী
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটি বিশ্ববিদ্যালয় ভবনের ৬ষ্ট তলায় অবস্থিত। লাইব্রেরিটি শীতাতপ নিয়ন্ত্রিত। সংগ্রহে ১০,০০০ বই ও বিভিন্ন জার্নাল রয়েছে এবং একসাথে ২০০ জন ছাত্র-ছাত্রী বসে পড়াশুনা করতে পারে।
ক্রেডিট ট্রান্সফার
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে।
তথ্যসূত্র
- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। http://www.ugc.gov.bd। ২১ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৬।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "আশা ইউনিভার্সিটির নয়া উপাচার্য ডালেম চন্দ্র বর্মণ"। ইত্তেফাক। ১১ সেপ্টেম্বর ২০১৭। ৩১ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১।
- ↑ বিশ্ববিদ্যালয়ের অবস্থান
বহিঃসংযোগ
- আশা বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট