সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
---|---|
ইআইআইএন | ১৩৬৬৭৮ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | অধ্যাপক ড. আশরাফুল আলম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩ |
শিক্ষার্থী | প্রায় তিন হাজার |
ঠিকানা | শামীমাবাদ , বাগবাড়ি , সিলেট , বাগবারি , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | SIU |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www |
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সিলেট জেলার বাগবারিতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন,১৯৯২ এর অধীনে প্রতিষ্ঠিত হয়।[১] এটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতাভুক্ত একটি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য ছিলেন ছদরুদ্দিন আহমেদ চৌধুরী, যিনি বাংলাদেশে ফিজিক্যাল সোসাইটির সাবেক সভাপতি (১৯৯৫-১৯৯৬) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন।[২]
উপাচার্যগণ
নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ চৌধুরী
- অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস[৩]
- অধ্যাপক ড. শহীদ উল্লাহ তালুকদার (২০১৯ - ২০২৩)
- অধ্যাপক ড. আশরাফুল আলম (১৩ আগস্ট ২০২৩-বর্তমান)
একাডেমিক
বিশ্ববিদ্যালয়টির প্রথম কার্যক্রম শুরু হয় অক্টোবর ২০০১সালে।
বিশ্ববিদ্যালয়টি নিম্নোক্ত প্রোগ্রামসমুহে শিক্ষাদান করে:
- ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (BBA)
- মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (Executive and regular)
- ব্যাচেলর অব সাইন্স ইন কম্পিউটার প্রকৌশল (CSE)
- ব্যাচেলর অব সাইন্স ইন ইলেকট্রনিক্স এন্ড Communication Engineering (executive and undergraduate)
- ব্যাচেলর অব আর্টস ইন ইংরেজি
- ব্যাচেলর অফ লজ (LL.B Hons)
- সন্ধ্যাকালীন প্রোগ্রাম
- ব্যাচেলর অফ লজ (LL.B pass course)
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ Private University Act, 1992 Archived copy at the Library of Congress (February 7, 2013).
- ↑ "Founder Vice Chancellor"। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২২।
- ↑ "সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিলেট"। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪।