প্রাইম বিশ্ববিদ্যালয়
নীতিবাক্য | মৌলিক জ্ঞান প্রকাশের একটি বাড়ি |
---|---|
ধরন | বেসরকারী, সহ-শিক্ষাগত |
স্থাপিত | ২০০২ |
ইআইআইএন | ১৩৬৬৮৯ |
চেয়ারম্যান | মীর শাহাবুদ্দিন |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | জাহাঙ্গীর আলম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২২০ |
শিক্ষার্থী | প্রায় ১১,০০০ |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | শহুরে ১১৪/১১৬ মাজার রোড, সেকশন ১, মিরপুর, ঢাকা ১২১ |
পোশাকের রঙ | লাল ও সবুজ |
সংক্ষিপ্ত নাম | PU |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, প্রাইম ফাউন্ডেশন |
ওয়েবসাইট | www |
প্রাইম ইউনিভার্সিটি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। যা শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি দ্বারা অনুমোদিত [১] বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের মাজার রোডে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, যেখানে এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ বিনা বেতনে পড়ানো হয়।
উপাচার্যগণ
নিম্নোক্ত ব্যক্তিবর্গ প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:[২]
- এম আবদুস সোবহান (১ ডিসেম্বর ২০০২ – ৩০ নভেম্বর ২০০৪, ১ জুন ২০১৫ – ৩১ ডিসেম্বর ২০১৯)
- আমিনুল ইসলাম (১ ডিসেম্বর ২০০৪ - ১০ এপ্রিল ২০১০)
- মেসবাহ-উস-সালেহীন (২৫ জুলাই ২০১০ - ২০ মার্চ ২০১১)
- প্রফুল্ল চন্দ্র সরকার (২১ মার্চ ২০১১ - ৩১ মে ২০১৫)
- জাহাঙ্গীর আলম (১ জানুয়ারি ২০২০ - বর্তমান)[৩]
বিভাগ সমূহ
- প্রকৌশল অনুষদ
- ১. সিএসই বিভাগ,
- ২. ইইই বিভাগ,
- ৩. ইটিই বিভাগ,
- ৪. সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
- তথ্য-প্রযুক্তি অনুষদ
- ১. কম্পিউটার বিজ্ঞান বিভাগ।
- ব্যবসায় প্রশাসন অনুষদ
- ১. বিবিএ,
- ২. বিজনেস ইনফরমেশন সিস্টেম বিভাগ।
- আইন অনুষদ
- ১. আইন বিভাগ।
- কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ
- ১. ইংরেজি বিভাগ,
- ২. শিক্ষা বিভাগ,
- ৩. বাংলা বিভাগ।
অনুষদসমূহ
এই বিশ্ববিদ্যালয়ে ৮টি বিভাগের অধীনে ৫টি অনুষদ রয়েছে:
- প্রকৌশল অনুষদ
- তথ্য প্রযুক্তি অনুষদ
- বাবস্যাহিক শিক্ষা অনুষদ
- শিল্প এবং সামাজিক বিজ্ঞান অনুষদ
- আইন অনুষদ
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১২।
- ↑ "প্রাক্তন উপাচার্যবৃন্দ"। প্রাইম ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৩।
- ↑ "প্রফেসর জাহাঙ্গীর আলম প্রাইম ভার্সিটির ভিসি"। দৈনিক যুগান্তর। ৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১।