হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০১২ |
ইআইআইএন | ১৩৬৬৯৪ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | প্রফেসর ফারুক উজ জামান চৌধুরী[১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪৩+ |
ঠিকানা | হামদর্দ সিটি, গজারিয়া , , |
শিক্ষাঙ্গন | উশহর |
সংক্ষিপ্ত নাম | হাইউবা |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | hamdarduniversity |
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়।[২][৩]
ইতিহাস
১৪ মার্চ ২০১২ সালে হামদর্দ বিশ্ববিদ্যায় অনুমোদন পেয়ে শিক্ষার্থী ভর্তি শুরু করে। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় প্রশাসন এই তিনটি অনুষদে ৭টি বিষয় রয়েছে।[৪]
একাডেমিক বিভাগ
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
- গণিত বিভাগ
- বৈদ্যুতিক ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
ব্যবসায় প্রশাসন অনুষদের '
- অ্যাকাউন্টিং বিভাগ
- অর্থ বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
- বিপণনের বিভাগ
অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ
- ইংরেজি বিভাগ
- অর্থনীতি বিভাগ
ইউনানী ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদ
- ইউনানী মেডিসিন বিভাগ
- আয়ুর্বেদিক মেডিসিন বিভাগ
স্নাতক সম্মান
- গণিত বিজ্ঞান (অনার্স) স্নাতক
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান)
- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর স্নাতক (সম্মান)
- ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (মার্কেটিং)
- ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ম্যানেজমেন্ট)
- ইংরেজি স্নাতক (সম্মান) ইংরেজি
- অর্থনীতিতে সামাজিক বিজ্ঞান (সম্মান) ব্যাচেলর
- ইউনানী মেডিকেল সায়েন্সেসের ব্যাচেলর (বিএমএসএস)
- আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সেসের ব্যাচেলর (বিএএমএস)
স্নাতকোত্তর
- ব্যবসায় প্রশাসন মাস্টার্স (এমবিএ) নিয়মিত -৩৯ ক্রেডিট (ম্যানেজমেন্ট)
- ব্যবসায় প্রশাসন মাস্টার্স (এমবিএ) নিয়মিত -৬৬ ক্রেডিট (ম্যানেজমেন্ট)
- নির্বাহী এমবিএ (EMBA) - ব্যবস্থাপনা
- ব্যবসায় প্রশাসন মাস্টার্স (এমবিএ) নিয়মিত -৩৯ ক্রেডিট (বিপণন)
- ব্যবসায় প্রশাসন মাস্টার্স (এমবিএ) নিয়মিত -৬৬ ক্রেডিট (বিপণন)
- এক্সিকিউটিভ এমবিএ (EMBA) - মার্কেটিং
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা"। ঢাকা প্রকাশ। ১০ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২।
- ↑ কম খরচে গুণগতমানের উচ্চশিক্ষা নিশ্চিত করবে হামদর্দ বিশ্ববিদ্যালয়[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] দৈনিক সংগ্রাম রবিবার ১৪ অক্টোবর ২০১২
- ↑ "Hamdard University starts journey"। thefinancialexpress-bd.com। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানব কল্যাণে ভূমিকা রাখাই বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যকমের আসল উদ্দেশ্য[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] সংগ্রাম