প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০০৩ [১] |
ইআইআইএন | ১৩৬৬৭১ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১০০ |
ঠিকানা | , , ২৩°৪৭′৪৭″ উত্তর ৯০°২৫′০২″ পূর্ব / ২৩.৭৯৬৪০০° উত্তর ৯০.৪১৭৩৩৮° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহর |
সংক্ষিপ্ত নাম | প.ইউ.বা |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | presidency |
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ৭ টি বিভাগ রয়েছে যা গবেষণা ভিত্তিক শিক্ষার ওপর জোর দেয়। ২০০৩ সালে গুলশানে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হয়।[৩][৪][৫]
একাডেমিক সেমিস্টারে
পিএইচ এর একাডেমিক সময়কাল তিনটি সেমিস্টার বছরে:
- বসন্তকালীন সেমিস্টার: জানুয়ারী - এপ্রিল
- গ্রীষ্মকালীন সেমিস্টার: মে - আগস্ট
- শরৎকালীন সেমিস্টার: সেপ্টেম্বর - ডিসেম্বর [৬]
গবেষণাগার
- কম্পিউটার ল্যাব
- পদার্থবিদ্যা ল্যাব
- রসায়ন ল্যাব
- বৈদ্যুতিক সার্কিট ল্যাব
- ইলেকট্রনিক্স ল্যাব
- বৈদ্যুতিক মেশিন ল্যাব
- পরিমাপ ও ইন্সট্রুমেন্টেশন ল্যাব
- উচ্চ ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং ল্যাব
- শক্তি রূপান্তর ল্যাব
- ভিএলএসআই ল্যাব
- ডিজিটাল সংকেত প্রক্রিয়াকরণ ল্যাব
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব
- মাইক্রোপ্রসেসর এবং ইন্টারফেসিং ল্যাব
- ডিজিটাল লজিক ডিজাইনিং ল্যাব
- কন্ট্রোল সিস্টেম ল্যাব
- আইসি ফ্যাব্রিকেশন ল্যাব (এনালগ এবং ডিজিটাল)
- সহ যোগাযোগ প্রকৌশল ল্যাব
- ডিজিটাল যোগাযোগ ল্যাব
- অপটিক্যাল ফাইবার যোগাযোগ ল্যাব
- ওয়্যারলেস যোগাযোগ ল্যাব
- আরএফ যোগাযোগ ল্যাব
- মাইক্রোওয়েভ ইঞ্জিন গবেষণাগার
সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য ল্যাব সুবিধা
- কম্পিউটার ল্যাব
- পদার্থবিদ্যা ল্যাব
- রসায়ন ল্যাব
- পরিবেশগত প্রকৌশল গবেষণাগার
- ফ্লুইড মেকানিক্স ল্যাব
- প্রকৌশল অঙ্কন, ডিজাইনিং এবং সিএডি ল্যাব
- প্রকৌশল উপকরণ ল্যাব
- স্ট্রাকচারাল মেকানিক্স ল্যাব
- জিআইএস ল্যাব
- জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব
- ওপেন চ্যানেল হাইড্রোলিকস ল্যাব
- জল এবং বর্জ্য জল মানের ল্যাব
- হাইওয়ে উপকরণ এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং গবেষণাগার
- পরিমাণ পরীক্ষা ল্যাব
গ্রন্থাগার
গ্রন্থাগারের সংস্থানগুলিতে পাঠ্য এবং রেফারেন্স বই, সিডি, ফ্লপপি এবং ১০ টি দৈনিক পত্রিকা এবং তিনটি পত্রিকা সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ https://www.4icu.org/reviews/7611.htm
- ↑ "University Details: Presidency University"। University Grants Commission। ১৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Presidency University Celebrates 10th Anniversary"। দ্য ডেইলি স্টার। ৪ আগস্ট ২০১৩।
- ↑ "Presidency University launches Journal of Engineering"। দ্য ডেইলি স্টার। ১৮ আগস্ট ২০১৩।
- ↑ https://dainikamadershomoy.com/bangladesh/101185/প্রেসিডেন্সি-বিশ্ববিদ্যালয়ে-এডমিশন-ফেয়ার[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]