কোমোরোসের ভাষা

১৯০৬ সালে ফরাসি ভাষায় কমোরিয়ান ডাকটিকিট। কোমোরোস তখন ফ্রান্সের উপনিবেশ ছিল

ফরাসি ভাষা, আরবি ভাষা এবং কমোরীয় ভাষা কোমোরোস দ্বীপপুঞ্জের সরকারি ভাষা।[] কিছু সংখ্যক লোক সোয়াহিলি ভাষার একটি উপভাষাতে কথা বলেন। এছাড়া মাদাগাস্কার থেকে আগত অভিবাসী সম্প্রদায়ে মালাগাসি ভাষা সুপ্রচলিত।

বহিঃসংযোগ

তথ্যসূত্র