গাম্বিয়ার ভাষা

ইংরেজি ভাষা গাম্বিয়ার সরকারি ভাষা।[] এখানে ইংরেজি-ভিত্তিক একটি ক্রেওল (ক্রিও) এবং পর্তুগিজ-ভিত্তিক ক্রেওল ভাষা (ক্রিউলু) প্রচলিত। ইংরেজি-ভিত্তিক ক্রেওলটি সার্বজনীন ভাষা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দেশের মধ্যভাগে প্রচলিত প্রধান ভাষাটি হল মানদিনগো ভাষা। এই ভাষাতে গাম্বিয়ার প্রায় ৪০% মানুষ কথা বলেন। গাম্বিয়াতে আরও প্রায় ১৫টি ভাষা প্রচলিত। এদের মধ্যে পুলার ভাষা এবং ওলোফ ভাষা প্রধান।

তথ্যসূত্র

  1. "What Languages Are Spoken In The Gambia?"WorldAtlas (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-২৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ