জিম্বাবুয়ের ভাষা

"ফ্রেজ বুক ইন ইংলিশ অ্যান্ড সিনডেবেলে", ১৯১০: এলিস অ্যালেন, বুলাওয়ো, রোডেশিয়া।

ইংরেজি ভাষা জিম্বাবুয়ের সরকারি ভাষা। এছাড়া আরও প্রায় ১৬টি স্থানীয় ভাষা প্রচলিত।[] এদের মধ্যে শোনা ভাষাতে জিম্বাবুয়ের অর্ধেকেরও বেশি লোক কথা বলে। ন্‌দেবেলে ভাষা আরেকটি গুরুত্বপূর্ণ স্থানীয় ভাষা। আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র

  1. "What languages are spoken in Zimbabwe?"Discover Africa Safaris (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ