মৌরিতানিয়ার ভাষা

দুর্নীতিবিরোধী অভিযান নুয়াকচটকে আরবি এবং ফরাসি

আরবি ভাষা মৌরিতানিয়ার সরকারি ভাষা।[] দেশের প্রায় দুই-তৃতীয়াংশ লোক স্থানীয় কথ্য আরবি ভাষাতে কথা বলে। ফরাসি ভাষা এখানকার একটি গুরুত্বপূর্ণ ভাষা। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ফরাসি ভাষা ব্যবহার করা হয়। জনসংখ্যার প্রায় ৭% পশ্চিম আটলান্টিক ভাষা পরিবারের ফুলফুলদে ভাষার একটি উপভাষা তুকুলর ভাষাতে কথা বলেন।

তথ্যসূত্র

  1. "Mauritania | History, Population, Capital, Flag, & Facts | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৮-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ