জিবুতির ভাষা

জিবুতি-আম্বুলি আন্তর্জাতিক বিমানবন্দর এ ফরাসি এবং আরবি ভাষায় দ্বিভাষিক চিহ্ন

ফরাসি ভাষাআরবি ভাষা জিবুতির দুইটি সরকারী ভাষা।[] স্থানীয় ভাষাগুলির মধ্যে আফার ভাষা-তে অর্ধেকেরও বেশি লোক এবং সোমালি ভাষা-তে প্রায় এক-তৃতীয়াংশ লোক কথা বলেন। এই দুইটি ভাষাতেই রেডিও অনুষ্ঠান সম্প্রচার করা হয়। আন্তর্জাতিক কাজকর্মে প্রধানত ফরাসি ভাষা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র

  1. "Djibouti - Afar, Somali, French | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ