গর্জনিয়া ইউনিয়ন

গর্জনিয়া
ইউনিয়ন
২নং গর্জনিয়া ইউনিয়ন পরিষদ
গর্জনিয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গর্জনিয়া
গর্জনিয়া
গর্জনিয়া বাংলাদেশ-এ অবস্থিত
গর্জনিয়া
গর্জনিয়া
বাংলাদেশে গর্জনিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°২৭′২৫″ উত্তর ৯২°১১′১৮″ পূর্ব / ২১.৪৫৬৯৪° উত্তর ৯২.১৮৮৩৩° পূর্ব / 21.45694; 92.18833 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলারামু উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমুজিবুর রহমান চৌধুরী বাবুল।
আয়তন
 • মোট৬৪.৪৬ বর্গকিমি (২৪.৮৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩০,০০০
 • জনঘনত্ব৪৭০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২১.৯৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

গর্জনিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

গর্জনিয়া ইউনিয়নের আয়তন ১৫,৯২৯ একর (৬৪.৪৬ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গর্জনিয়া ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৩০ হাজার। এর মধ্যে পুরুষ প্রায় ১৫ হাজার এবং মহিলা প্রায় ১৫ হাজার।[]

অবস্থান ও সীমানা

রামু উপজেলার পূর্ব-মধ্যাংশে গর্জনিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ঈদগড় ইউনিয়ন, উত্তর-পশ্চিমে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন, পশ্চিমে জোয়ারিয়ানালা ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কাউয়ারখোপ ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে কচ্ছপিয়া ইউনিয়ন, পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন এবং উত্তর-পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

গর্জনিয়া ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত।[] এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • লোহারঝিরি পাড়া
  • বড়বিল
  • জাউচপাড়া
  • শিয়া পাড়া
  • ফকির পাড়া
  • মোক্তার ঘোনা
  • পশ্চিম জুমছড়ি
  • নজু মাতবর পাড়া
  • মরিচ্যাচর
  • মইন্যাকাটা
  • থিমছড়ি
  • শাহ মোহাম্মদ পাড়া
  • থোয়াংগাকাটা
  • মাঝিরকাটা
  • বেলতলী
  • পূর্ব বোমাংখিল
  • বোমাংখিল
  • পশ্চিম বোমাংখিল
  • জুম পাড়া
  • ক্যাজরবিল

শিক্ষা ব্যবস্থা

গর্জনিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ২১.৯৬%।[] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ২টি দাখিল মাদ্রাসা,৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয়, ২টি কেজি স্কুল রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

  • গর্জনিয়া উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠাতা-আলহাজ্ব হাকিম মিঞা চৌধুরী।

  • পোয়াংগেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রতিষ্ঠাতা-আলহাজ্ব হাকিম মিঞা চৌধুরী

যোগাযোগ ব্যবস্থা

গর্জনিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল রামু-গর্জনিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

গর্জনিয়া ইউনিয়নে ৩৬টি মসজিদ, ৩টি মন্দির ও ১টি বিহার রয়েছে।

গর্জনিয়ার প্রধান মসজিদ গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ।

দাতা ও প্রতিষ্ঠাতা-

  • মরহুম ছুরুত আলম চৌধুরী।

খাল ও নদী

গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী। এছাড়া রয়েছে গর্জই খাল ফারি খাল এবং থিমছড়ী খাল।[]

জনপ্রতিনিধি

  • মুজিবুর রহমান চৌধুরী বাবুল (বর্তমান চেয়ারম্যান)
  • মরহুম ছুরুত আলম চৌধুরী

(সাবেক অপরাজিত চেয়ারম্যান)

  • মরহুম তৈয়ব উল্লাহ চৌধুরী

(সাবেক চেয়ারম্যান)

  • সৈয়দ নজরুল ইসলাম

(সাবেক চেয়ারম্যান)

  • গোলাম মৌলা চৌধুরী

(সাবেক চেয়ারম্যান)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "রামু উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে গর্জনিয়া ইউনিয়ন - গর্জনিয়া ইউনিয়ন - গর্জনিয়া ইউনিয়ন"garjoniyaup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭ 
  3. "খাল ও নদী - গর্জনিয়া ইউনিয়ন - গর্জনিয়া ইউনিয়ন"garjoniyaup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭