ডুলাহাজারা ইউনিয়ন
ডুলাহাজারা | |
---|---|
ইউনিয়ন | |
১৬নং ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ডুলাহাজারা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪১′১″ উত্তর ৯২°৪′৪৮″ পূর্ব / ২১.৬৮৩৬১° উত্তর ৯২.০৮০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | হাসানুল ইসলাম আদর (বাংলাদেশ আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ৬৬.৭৭ বর্গকিমি (২৫.৭৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৫,৩৫৭ |
• জনঘনত্ব | ৫৩০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৪.৭৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ডুলাহাজারা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
ডুলাহাজারা ইউনিয়নের আয়তন ১৬,৪৯৯ একর (৬৬.৭৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ডুলাহাজারা ইউনিয়নের লোকসংখ্যা ৩৫,৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ১৮,৪০৮ জন এবং মহিলা ১৬,৯৪৯ জন।[২]
অবস্থান ও সীমানা
চকরিয়া উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ডুলাহাজারা ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফাঁসিয়াখালী ইউনিয়ন ও চিরিঙ্গা ইউনিয়ন; পশ্চিমে সাহারবিল ইউনিয়ন, মহেশখালী চ্যানেল ও মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন; দক্ষিণে খুটাখালী ইউনিয়ন এবং পূর্বে খুটাখালী ইউনিয়ন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন অবস্থিত।
নামকরণ
সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা ১৭৬০ সালে আরাকান রাজ্যে যাওয়ার সময় অনেক ডুলি (মোগল নারীদের বাহন) নিয়ে আরকান যাচ্ছিলেন এবং এই এলাকায় ক্যাম্প করে ছিলেন, তখন থেকে এই এলাকার নামকরণ হয় ডুলহাজারা।ডুল শব্দের অর্থ ডুলি এবং হাজারা বহুবচনে সম্মান সূচন প্রচুর কিংবা হাজারটা।
প্রশাসনিক কাঠামো
ডুলাহাজারা ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ১৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামওয়াইজ জনপ্রতিনিধিরা হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | রিংভং, রফিক উদ্দিন |
২নং ওয়ার্ড | ডুমখালী, আবু ছালাম |
৩নং ওয়ার্ড | চা বাগান, শওকত আলী |
৪নং ওয়ার্ড | উলুবনিয়া, রমজান আলী |
৫নং ওয়ার্ড | বালুরচর, রিয়াজ উদ্দিন শিপু |
৬নং ওয়ার্ড | বৈরাগীরখীল, ফকরুদ্দিন |
৭নং ওয়ার্ড | মাইজপাড়া, ফরিদুল ইসলাম |
৮নং ওয়ার্ড | নতুনপাড়া |
৯নং ওয়ার্ড | শাহসুজাপুর, রংমহল |
শিক্ষা ব্যবস্থা
ডুলাহাজারা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.৭৬%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- ডুলাহাজারা ডিগ্রী কলেজ
- মাদ্রাসা
- আরাবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
- আল জামিয়াতুল আহলিয়া রিয়াজুল কুরআন কমপ্লেক্স
- ডুমখালী আল-হেরা দাখিল মাদ্রাসা
- ডুলাহাজারা ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসা
- রিংভং রহমানিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়
- মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়
- মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ডুলাহাজারা বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উলুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জনারম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডুলাহাজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ডুলাহাজারা (ষোলহিচ্ছা) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রিংভং দক্ষিণ পাহাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রিংভং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
- কম্পিউটার টেক্ আই.টি সলুশন ট্রেনিং ইনস্টিটিউট
যোগাযোগ ব্যবস্থা
ডুলাহাজারা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
ডুলাহাজারা ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে বড় মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে বগাইছড়ি খাল, ডুলাহাজারা ছড়া খাল, পাগলির বিল খাল এবং বহলতলী খাল।[৮]
হাট-বাজার
ডুলাহাজারা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মালুমঘাট বাজার এবং ডুলাহাজারা বাজার।[৯]
দর্শনীয় স্থান
- বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
- মালুমঘাট ষ্টাফ মাঠ
- ষোলহিচ্ছা লবণের মাঠ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- দেলোয়ার হোসেন, সাবেক যুগ্মসচিব, সংস্থাপন মন্ত্রণালয়।
- ডাঃ শামসুদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ।
- অধ্যক্ষ শাহাব উদ্দীন
- ডক্টর কুতুব উদ্দিন চৌধুরী, সিভিল সার্ভিস অফ পাকিস্তান (সিএসপি) ব্যবস্থাপনা পরিচালক সাবিনকো।
- মাওলানা আব্দুর রশিদ
- মাওলানা এনামুল হক
- ছলিম উল্লাহ
- অধ্যক্ষ ফরিদ উদ্দীন চৌধুরী
- অধ্যক্ষ তৌহিদুল ইসলাম
- অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী
- অধ্যাপক নুর মোহাম্মদ ওসমানী
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: হাসানুল ইসলাম আদর [১২]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ক খ "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- ↑ "কলেজ - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৭।
- ↑ "মাদ্রাসা - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=13[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- ↑ "- ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৭।