সেন্টমার্টিন ইউনিয়ন

সেন্টমার্টিন
ইউনিয়ন
৬নং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ
সেন্টমার্টিন চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সেন্টমার্টিন
সেন্টমার্টিন
সেন্টমার্টিন বাংলাদেশ-এ অবস্থিত
সেন্টমার্টিন
সেন্টমার্টিন
বাংলাদেশে সেন্টমার্টিন ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২০°৩৮′১৫″ উত্তর ৯২°১৯′১৯″ পূর্ব / ২০.৬৩৭৫০° উত্তর ৯২.৩২১৯৪° পূর্ব / 20.63750; 92.32194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাটেকনাফ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমুজিবুর রহমান
আয়তন
 • মোট৮ বর্গকিমি (৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৬,৭২৯
 • জনঘনত্ব৮৪০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট১৫.১৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।

আয়তন

সেন্টমার্টিন ইউনিয়নের আয়তন ১৯৭৭ একর (৮ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী সেন্টমার্টিন ইউনিয়নের লোকসংখ্যা আনুমানিক ১০,০০০ জন।[]

অবস্থান ও সীমানা

টেকনাফ উপজেলার সর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের মাঝে সেন্টমার্টিন ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। এ ইউনিয়নের চতুর্দিকে বঙ্গোপসাগর, তবে উত্তরে টেকনাফ উপজেলার মূল ভূখণ্ডের সাবরাং ইউনিয়ন এবং পূর্বে মায়ানমারের মূল ভূখণ্ডের রাখাইন প্রদেশ অবস্থিত।

নামকরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন এর মতে, ১৯০০ খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়।[]

প্রশাসনিক কাঠামো

ইউনিয়ন পরিষদ ভবন

সেন্টমার্টিন ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • পুর্বপাড়া
  • পশ্চিমপাড়া
  • দক্ষিণপাড়া
  • উত্তরপাড়া
  • নজরুলপাড়া
  • মাঝেরপাড়া
  • ডেইলপাড়া
  • কোনারপাড়া
  • গলাচিপাপাড়া
  • আশ্রয়ন কলোনি পাড়া

শিক্ষা ব্যবস্থা

সেন্টমার্টিন ইউনিয়নের সাক্ষরতার হার ১৫.১৩%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

  • মাধ্যমিক বিদ্যালয়:
    • সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ
  • প্রাথমিক বিদ্যালয়সমূহ:
    • জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
    • এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ঃ
    • সেন্টমার্টিন ক্রিড প্রাথমিক বিদ্যালয়
    • দক্ষিণপাড়া শেখ রাশেল প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সেন্টমার্টিন ইউনিয়নে যোগাযোগের প্রধান পথ হল নৌপথ। টেকনাফ উপজেলার মূল ভূখণ্ড থেকে ট্রলার, স্পীড বোট, জাহাজ ইত্যাদি নৌযানের মাধ্যমে এ ইউনিয়নে যাওয়া যায়।[]

ধর্মীয় উপাসনালয়

সেন্টমার্টিন ইউনিয়নে ১৯টি মসজিদ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য_পুর্বপাড়া জামে মসজিদ ও মাঝেরপাড়া জামে মসজিদ আর উল্লেখযোগ্য মাদ্রাসা হলো ইসলামিক রিসার্চ সেন্টার ও মাঝের পাড়া বড় মাদ্রাসা।

খাল ও নদী

সেন্টমার্টিন ইউনিয়নের চতুর্দিকে বঙ্গোপসাগর[]

হাট-বাজার

সেন্টমার্টিন ইউনিয়নের প্রধান হাট-বাজার হল পূর্বপাড়া বাজার।[]

দর্শনীয় স্থান ও বিষয়াবলি

  • সমুদ্র সৈকত
  • ছেঁড়া দ্বীপপুঞ্জ
  • মেরিনপার্ক-গলাচিপা
  • পাথরের মানুষ
  • পাথরের প্রাকৃতিক বাঁধ
  • সারি সারি নারিকেল গাছ
  • বড় পাথরের বাঁদ/দারুচিনি দ্বীপ
  • সূর্যোদয় ও সূর্যাস্ত
  • পূর্ণিমা
  • শত প্রজাতির সামুদ্রিক মাছ
  • নানান ডিজাইনের নৌকা
  • সাগরের বুকে বিশুদ্ধ মিষ্টি পানি

জনপ্রতিনিধি

  • চেয়ারম্যান: মুজিবুর রহমান


আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ