পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন

পশ্চিম বড় ভেওলা
ইউনিয়ন
১৩নং পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ
পশ্চিম বড় ভেওলা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
পশ্চিম বড় ভেওলা
পশ্চিম বড় ভেওলা
পশ্চিম বড় ভেওলা বাংলাদেশ-এ অবস্থিত
পশ্চিম বড় ভেওলা
পশ্চিম বড় ভেওলা
বাংলাদেশে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৫′৬″ উত্তর ৯১°৫৯′৪৯″ পূর্ব / ২১.৭৫১৬৭° উত্তর ৯১.৯৯৬৯৪° পূর্ব / 21.75167; 91.99694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাচকরিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা
আয়তন
 • মোট২৫.৯৬ বর্গকিমি (১০.০২ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৭,৮৬৯
 • জনঘনত্ব৬৯০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২৯.৭২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৪২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

পশ্চিম বড় ভেওলা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের আয়তন ৬৪১৫ একর (২৫.৯৬ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লোকসংখ্যা ১৭,৮৬৯ জন। এর মধ্যে পুরুষ ৯,৩০২ জন এবং মহিলা ৮,৫৬৭ জন।[]

অবস্থান ও সীমানা

চকরিয়া উপজেলার পশ্চিমাংশে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ঢেমুশিয়া ইউনিয়নবদরখালী ইউনিয়ন; দক্ষিণে বদরখালী ইউনিয়নসাহারবিল ইউনিয়ন; পূর্বে সাহারবিল ইউনিয়ন এবং উত্তরে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, ভেওলা মানিকচর ইউনিয়নকোনাখালী ইউনিয়ন অবস্থিত।

নামকরণ

প্রাচীন মতবাদ অনুযায়ী ভেওলা (বেহুলা) লক্ষ্মিন্দরের নাম থেকে পশ্চিম বড় ভেওলা নামের উৎপত্তি হয়েছে। বেহুলার (ভেওলা) সর্পদংশিত স্বামী ভেলায় ভেসে বর্তমান পশ্চিম বড় ভেওলা নামে পরিচিত উপকূলীয় এলাকায় আটকে ছিল। তবে আধুনিক গবেষণায় দেখা যায়, বর্তমান ভেওলা মানিকচর ইউনিয়নের মুরুং উপজাতির সামন্ত শাসক পুরুত্যার কনিষ্টা কন্যা ভেওলার বিয়ের সময় উপহারস্বরূপ বর্তমান পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা ও ভেওলা মানিক চর নামে পরিচিত এলাকাটি তার মেয়েকে প্রদান করেন। তখন থেকেই ভেওলার নাম অনুসারে ও অবস্থানগত কারণে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের নামকরণ করা হয়।[]

প্রশাসনিক কাঠামো

পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড দরবেশকাটা পশ্চিমপাড়া, মেইন্নাপাড়া
২নং ওয়ার্ড মধ্যম পশ্চিমপাড়া, টেকপাড়া, হায়দার আলী পাড়া
৩নং ওয়ার্ড মসজিদপাড়া, জমিদারপাড়া
৪নং ওয়ার্ড দক্ষিণপাড়া, মনিকপাড়া
৫নং ওয়ার্ড নাপিতপাড়া, মনুল্যাপাড়া, পূর্বপাড়া, ছড়াপাড়া, সাতগড়, বড়দিয়াপাড়া
৬নং ওয়ার্ড উত্তরপাড়া
৭নং ওয়ার্ড নাপিতপাড়া, বাজারপাড়া, বেরাইয়াদিয়াপাড়া
৮নং ওয়ার্ড কাইন্দাকাটা পাড়া, টেকচিরাপাড়া, মঝেরপাড়া
৯নং ওয়ার্ড ১৮ নম্বর পাড়া, পশ্চিমপাড়া, পোকখালী লাল ব্রীজ, দক্ষিণপাড়া

[]

শিক্ষা ব্যবস্থা

পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের সাক্ষরতার হার ২৯.৭২%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়
  • ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়
  • দরবেশকাটা উচ্চ বিদ্যালয়

[]

প্রাথমিক বিদ্যালয়
  • ইলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দরবেশকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম দরবেশকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চিরিঙ্গা-পশ্চিম বড় ভেওলা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।

খাল ও নদী

পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে বড় মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে গোঁয়ারফাড়ী খাল।[]

হাট-বাজার

পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল ইলিশিয়া বাজার ও দরবেশকাটা বাজার।[]

দর্শনীয় স্থান

  • ইলিশিয়া জমিদার বাড়ি

[]

উল্লেখযোগ্য ব্যক্তি

খান সাহেব
খান সাহেব মকবুল আলী চৌধুরী
  • লায়ন সেতার গাফফার চৌধুরী - ব্যাবসায়ী
  • আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী (বাবলা) - রাজনীতিবিদ

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী (বাবলা)[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইতিহাস - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন"paschimbarabheolaup.coxsbazar.gov.bd। ১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭ 
  3. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন"paschimbarabheolaup.coxsbazar.gov.bd। ২৪ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন"paschimbarabheolaup.coxsbazar.gov.bd 
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=08[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "খাল ও নদী - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন"paschimbarabheolaup.coxsbazar.gov.bd। ১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭ 
  7. "হাট বাজারের তালিকা - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন"paschimbarabheolaup.coxsbazar.gov.bd 
  8. "দর্শনীয়স্থান - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন - পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন"paschimbarabheolaup.coxsbazar.gov.bd। ১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭ 
  9. "বিএমচর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে সুধী সমাবেশ"। ২৭ জুলাই ২০১৬। 

বহিঃসংযোগ