মালি জাতীয় ফুটবল দল
![]() | |||
ডাকনাম | লে আইগলে (ঈগল) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | মালীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | মুহাম্মদ মাগাসুবা | ||
অধিনায়ক | মোল্লা ওয়াগ | ||
সর্বাধিক ম্যাচ | সেদু কেইতা (১০২) | ||
শীর্ষ গোলদাতা | সেদু কেইতা (২৫) | ||
মাঠ | স্তাদ দু ২৬ মার্স | ||
ফিফা কোড | MLI | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৫১ ![]() | ||
সর্বোচ্চ | ২৩ (জুন ২০১৩) | ||
সর্বনিম্ন | ১১৭ (অক্টোবর ২০০১) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৫৫ ![]() | ||
সর্বোচ্চ | ৪০ (ডিসেম্বর ১৯৭১) | ||
সর্বনিম্ন | ১২৭ (সেপ্টেম্বর ১৯৯৬) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (মাদাগাস্কার; ১৩ এপ্রিল ১৯৬০) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (সেনেগাল; ১ অক্টোবর ১৯৭২) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (আলজেরিয়া; ১৩ নভেম্বর ১৯৮৮) ![]() ![]() (কুয়েত সিটি, কুয়েত; ৫ সেপ্টেম্বর ১৯৯৭) | |||
আফ্রিকা কাপ অফ নেশন্স | |||
অংশগ্রহণ | ১২ (১৯৭২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | রানার-আপ (১৯৭২) | ||
আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ৩ (২০১১-এ প্রথম) | ||
সেরা সাফল্য | রানার-আপ (২০১৬) |
মালি জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe nationale de football du Mali) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মালির প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মালির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মালীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৬০ সালের ১৩ই এপ্রিল তারিখে, মালি প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মাদাগাস্কারে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মালি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রকে ৪–৩ গোলের ব্যবধানে পরাজিত করেছিল।
৬০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট স্তাদ দু ২৬ মার্সে লে আইগলে নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মালির রাজধানী বামাকোয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মুহাম্মদ মাগাসুবা এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আমিয়েঁর রক্ষণভাগের খেলোয়াড় মোল্লা ওয়াগ।
মালি এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে মালি এপর্যন্ত ১২ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭২ আফ্রিকান কাপ অফ নেশন্সের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা কঙ্গো প্রজাতন্ত্রের কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
সেদু কেইতা, মুহম্মদু সিদিবে, মুহম্মদু দিয়ারা, ফ্রেদেরিক কানুতে এবং মোল্লা ওয়াগের মতো খেলোয়াড়গণ মালির জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৩ সালের জুন মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে মালি তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (২৩তম) অর্জন করে এবং ২০০১ সালের অক্টোবর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১১৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মালির সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৪০তম (যা তারা ১৯৭১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৪৯ | ![]() |
![]() |
১৪৪৭.৬৫ |
৫০ | ![]() |
![]() |
১৪৪৭.২ |
৫১ | ![]() |
![]() |
১৪৪৫.৬ |
৫২ | ![]() |
![]() |
১৪৩৭.৫৭ |
৫৩ | ![]() |
![]() |
১৪৩০.৭৩ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৫৩ | ![]() |
![]() |
১৬৩৮ |
৫৪ | ![]() |
![]() |
১৬৩২ |
৫৫ | ![]() |
![]() |
১৬২২ |
৫৬ | ![]() |
![]() |
১৬১৮ |
৫৭ | ![]() |
![]() |
১৬১৫ |
৫৭ | ![]() |
![]() |
১৬১৫ |
প্রতিযোগিতামূলক তথ্য
ফিফা বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() |
প্রত্যাহার | প্রত্যাহার | ||||||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() |
প্রত্যাহার | প্রত্যাহার | ||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() ![]() |
উত্তীর্ণ হয়নি | ২ | ১ | ০ | ১ | ৩ | ৪ | |||||||||
![]() |
১২ | ৪ | ২ | ৬ | ১৫ | ১৫ | ||||||||||
![]() |
১৬ | ৮ | ৩ | ৫ | ৩০ | ২১ | ||||||||||
![]() |
৬ | ২ | ২ | ২ | ৭ | ৭ | ||||||||||
![]() |
৮ | ১ | ৪ | ৩ | ৪ | ১০ | ||||||||||
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | ||||||||||||||
মোট | ০/২৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ৪৪ | ১৬ | ১১ | ১৭ | ৫৯ | ৫৭ |
অর্জন
তথ্যসূত্র
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট
(ফরাসি)
- ফিফা-এ মালি জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ মালি জাতীয় ফুটবল দল (ইংরেজি)