জালালাবাদ ইউনিয়ন, ঈদগাঁও
জালালাবাদ | |
---|---|
ইউনিয়ন | |
৫নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে জালালাবাদ ইউনিয়ন, ঈদগাঁওয়ের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৩২′৫২″ উত্তর ৯২°৩′১১″ পূর্ব / ২১.৫৪৭৭৮° উত্তর ৯২.০৫৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | ঈদগাঁও উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ আলমগীর তাজ জনি |
আয়তন | |
• মোট | ১৫.৪৩ বর্গকিমি (৫.৯৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২১,০০৫ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৪.৭৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭০২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জালালাবাদ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
জালালাবাদ ইউনিয়নের আয়তন ৩৮১৩ একর (১৫.৪৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী জালালাবাদ ইউনিয়নের লোকসংখ্যা ২১,০০৫ জন। এর মধ্যে পুরুষ ১১,৪৫৯ জন এবং মহিলা ৯,৫৪৬ জন।[২]
অবস্থান ও সীমানা
ঈদগাঁও উপজেলার উত্তরাংশে জালালাবাদ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন, পশ্চিমে পোকখালী ইউনিয়ন, দক্ষিণে চৌফলদণ্ডী ইউনিয়ন এবং পূর্বে ঈদগাঁও ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
বৃহত্তর ঈদগাঁও ইউনিয়ন ভেঙ্গে ১৯৯০ সালে ইসলামাবাদ ইউনিয়ন ও জালালাবাদ ইউনিয়ন গঠন করা হয়।[৩]
প্রশাসনিক কাঠামো
জালালাবাদ ইউনিয়ন ঈদগাঁও উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ঈদগাঁও থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | বাজার এলাকা, তেলীপাড়া(সাওদাগর পাড়া), মাছুয়াপাড়া |
২নং ওয়ার্ড | ছাতিপাড়া, হিন্দুপাড়া, ইদ্রিচপুর |
৩নং ওয়ার্ড | দক্ষিণ লরাবাক |
৪নং ওয়ার্ড | খামারপাড়া, মিয়াজীপাড়া |
৫নং ওয়ার্ড | ফরাজীপাড়া |
৬নং ওয়ার্ড | বাহারছড়া |
৭নং ওয়ার্ড | মোহনবিলা |
৮নং ওয়ার্ড | দক্ষিণ পালাকাটা |
৯নং ওয়ার্ড | উত্তর পালাকাটা |
শিক্ষা ব্যবস্থা
জালালাবাদ ইউনিয়নের সাক্ষরতার হার ৪৪.৭৩%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়
- এডভোকেট মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- পালাকাটা ইসলামিয়া (ক্যাডেট) দাখিল মাদ্রাসা
- পালাকাটা গুলজারিয়া দাখিল মাদ্রাসা
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- দারুল ফাতাহ একাডেমী
- প্রাথমিক বিদ্যালয়
- ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ লরাবাক জমিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহনবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
জালালাবাদ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-জালালাবাদ সড়ক এবং ঈদগাঁও-জালালাবাদ সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
জালালাবাদ ইউনিয়নের উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে ঈদগাঁও নদী।
দর্শনীয় স্থান
- রাবার ড্যাম[৮]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আলমগীর তাজ জনি[৯]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ক খ "কক্সবাজার সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - জালালাবাদ ইউনিয়ন - জালালাবাদ ইউনিয়ন"। jalalabadup.coxsbazar.gov.bd। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭।
- ↑ "ইসলামাবাদ ইউনিয়নের ইতিহাস - ইসলামাবাদ ইউনিয়ন - ইসলামাবাদ ইউনিয়ন"। islamabadup.coxsbazar.gov.bd। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - জালালাবাদ ইউনিয়ন - জালালাবাদ ইউনিয়ন"। jalalabadup.coxsbazar.gov.bd।
- ↑ "মাদ্রাসা - জালালাবাদ ইউনিয়ন - জালালাবাদ ইউনিয়ন"। jalalabadup.coxsbazar.gov.bd। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - জালালাবাদ ইউনিয়ন - জালালাবাদ ইউনিয়ন"। jalalabadup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41207&union=08[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয়স্থান - জালালাবাদ ইউনিয়ন - জালালাবাদ ইউনিয়ন"। jalalabadup.coxsbazar.gov.bd। ১৯ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭।
- ↑ "জালালাবাদে চেয়ারম্যান প্রার্থী আলমগীর তাজ জনির নির্বাচনী সভায় জনতার ঢল"। www.parbattanews.com। ৩১ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪।