ইয়েমেন ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৬২[১][২] |
সদর দপ্তর | সানা, ইয়েমেন |
ফিফা অধিভুক্তি | ১৯৮০[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৮০[৩] |
সভাপতি | আহমেদ সালেহ আল ইসি |
সহ-সভাপতি | হাসান বাশানফার |
ওয়েবসাইট | www |
ইয়েমেন ফুটবল অ্যাসোসিয়েশন (আরবি: الاتحاد اليمني لكرة القدم, ইংরেজি: Yemen Football Association; এছাড়াও সংক্ষেপে ওয়াইএফএ নামে পরিচিত) হচ্ছে ইয়েমেনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[৪] এই সংস্থাটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত।
এই সংস্থাটি ইয়েমেনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ইয়েমেনি লীগ, ইয়েমেনি প্রেসিডেন্ট কাপ এবং ইয়েমেনি সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইয়েমেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আহমেদ সালেহ আল ইসি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন হামিদ আল শাইবানি।
কর্মকর্তা
- ২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | আহমেদ সালেহ আল ইসি |
সহ-সভাপতি | হাসান বাশানফার |
সাধারণ সম্পাদক | হামিদ আল শাইবানি |
কোষাধ্যক্ষ | মুহাম্মদ আল তাওয়েল |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | মোয়াদ আল-খামেসে |
প্রযুক্তিগত পরিচালক | |
ফুটসাল সমন্বয়কারী | লাবেব আল মেহদি |
জাতীয় দলের কোচ (পুরুষ) | সামি আল হাদি |
জাতীয় দলের কোচ (নারী) | |
রেফারি সমন্বয়কারী | গামাল আল-খোয়ারাবি |
তথ্যসূত্র
- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ The A–Z of Asian Football। Asian Football Confederation। ১৯৯৭। পৃষ্ঠা 97–98।
- ↑ 25 June 1980: "Asian Football Confederation holds 9th congress in Hong Kong: Oman and Democratic Yemen were admitted into the Asian Football Confederation (AFC) by a resolution passed at its ninth congress here yesterday, thus bringing the AFC total membership to 35." Xinhua General News Service
- ↑ "FIFA's 208 Member Associations" (PDF)। FIFA। ২০০৭। পৃষ্ঠা 8। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট (আরবি)
- ফিফা-এ ইয়েমেন ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ নভেম্বর ২০১৭ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ ইয়েমেন ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)