কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন

কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৫২; ৭৩ বছর আগে (1952)[]
সদর দপ্তরকুয়েত সিটি, কুয়েত
ফিফা অধিভুক্তি১৯৬৪[]
এএফসি অধিভুক্তি১৯৬৪[]
সভাপতিকুয়েত শেখ আহমদ আল সাবাহ
সহ-সভাপতিকুয়েত আহমদ আল এনেজি
ওয়েবসাইটkfa.org.kw

কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন (আরবি: الإتحاد الكويتي لكرة القدم, ইংরেজি: Kuwait Football Association; এছাড়াও সংক্ষেপে কেএফএ নামে পরিচিত) হচ্ছে কুয়েতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অবস্থিত।

এই সংস্থাটি কুয়েতের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কুয়েত প্রিমিয়ার লীগ, কুয়েত এমির কাপ এবং কুয়েত ক্রাউন প্রিন্স কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ আহমদ আল সাবাহ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আল সালাহ এইসা কেনাই।

কর্মকর্তা

২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি শেখ আহমদ আল সাবাহ
সহ-সভাপতি আহমদ আল এনেজি
সাধারণ সম্পাদক আল সালাহ এইসা কেনাই
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক সাত্তাম আল সাহলি
প্রযুক্তিগত পরিচালক আব্দুলআজিজ হামাদা
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) থামের এনাদ
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 
  2. "AFC TELLS INDONESIA: PAY OR BE SACKED"। The Straits Times। ২৮ আগস্ট ১৯৬৪। ২৭ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

টেমপ্লেট:কুয়েত-এ ফুটবল টেমপ্লেট:কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন