দক্ষিণ ইয়েমেন ফুটবল ফেডারেশন

দক্ষিণ ইয়েমেন ফুটবল ফেডারেশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৪০ (1940)[]
বিলুপ্ত১৯৯০
সদর দপ্তরদক্ষিণ ইয়েমেন
ফিফা অধিভুক্তি১৯৬৭–১৯৯০[]
এএফসি অধিভুক্তি১৯৭২–১৯৯০[]

দক্ষিণ ইয়েমেন ফুটবল ফেডারেশন (ইংরেজি: PDR Yemen Football Federation; এছাড়াও সংক্ষেপে পিডিআরওয়াইএফএফ নামে পরিচিত) দক্ষিণ ইয়েমেনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ছিল। এই সংস্থাটি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠার ২৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেছিল, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩২ বছর পর ১৯৭২ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করেছিল; ১৯৯০ সালে দক্ষিণ ইয়েমেন ফুটবল ফেডারেশন বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত উভয় সংস্থার সদস্য ছিল। এই সংস্থার সদর দপ্তর দক্ষিণ ইয়েমেনে অবস্থিত ছিল।

এই সংস্থাটি দক্ষিণ ইয়েমেনের পুরুষ, মহিলা এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ইয়েমেনি লিগ, ইয়েমেনি প্রেসিডেন্ট কাপ এবং ইয়েমেনি সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করতো।[]

তথ্যসূত্র

  1. The A–Z of Asian FootballAsian Football Confederation। ১৯৯৭। পৃষ্ঠা 97–98। 
  2. "FIFA – National Football Associations"CRW Flags। ২৭ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০ 
  3. "Arabia and Yemen are new members"The Straits Times। ২৮ জুলাই ১৯৭২। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০ 
  4. "Федерация футбола НДР Йемена" [PDR Yemen Football Federation]। Teams.by (বেলারুশীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০