জাপান ফুটবল অ্যাসোসিয়েশন

জাপান ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯২১; ১০৪ বছর আগে (1921)[]
সদর দপ্তরটোকিও, জাপান
ফিফা অধিভুক্তি১৯২১[]
এএফসি অধিভুক্তি১৯৫৪
সভাপতিজাপান কাজো তাশিমা
সহ-সভাপতি
  • জাপান কাজুমিচি ইওয়াগামি
  • জাপান মিতসুরু মুরাই
ওয়েবসাইটwww.jfa.jp

জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জাপানি: 日本サッカー協会, প্রতিবর্ণীকৃত: Nihon Sakkā Kyōkai, ইংরেজি: Japan Football Association; এছাড়াও সংক্ষেপে জাপান এফএ নামে পরিচিত) হচ্ছে জাপানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার বছরেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৩ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত।

এই সংস্থাটি জাপানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জে. লীগ এবং ডাব্লিউই লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কাজো তাশিমা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কিয়োটাকা সুহারা।

কর্মকর্তা

২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি কাজো তাশিমা
সহ-সভাপতি কাজুমিচি ইওয়াগামি
মিতসুরু মুরাই
সাধারণ সম্পাদক কিয়োটাকা সুহারা
কোষাধ্যক্ষ মাসাশি ফুকাডা
সুয়োশি নিশিমোটো
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক হিডেকি কাটো
প্রযুক্তিগত পরিচালক ইয়াসুহারু সরিমাচি
ফুটসাল সমন্বয়কারী সুয়োশি কিটাজাওয়া
জাতীয় দলের কোচ (পুরুষ) হাজিমে মরিয়াসু
জাতীয় দলের কোচ (নারী) আসাকো টাকাকুরা
রেফারি সমন্বয়কারী মিলকো কানেকো

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ