ফিলিপাইন ফুটবল ফেডারেশন
এএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯০৭[১] |
সদর দপ্তর | পাসিগ, ফিলিপাইন |
ফিফা অধিভুক্তি | ১৯৩০[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৫৪ |
সভাপতি | মারিয়ানো আরানেতা |
সহ-সভাপতি | জোসেলিতো পিনোল |
ওয়েবসাইট | pff |
ফিলিপাইন ফুটবল ফেডারেশন (ইংরেজি: Philippine Football Federation; এছাড়াও সংক্ষেপে পিএফএফ নামে পরিচিত) হচ্ছে ফিলিপাইনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪৭ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ফিলিপাইনের পাসিগে অবস্থিত।
এই সংস্থাটি ফিলিপাইনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ফিলিপাইন ফুটবল লীগ এবং পিএফএফ নারী লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ফিলিপাইন ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মারিয়ানো আরানেতা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এডউইন গাস্তানেস।
কর্মকর্তা
- ২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | মারিয়ানো আরানেতা |
সহ-সভাপতি | জোসেলিতো পিনোল |
সাধারণ সম্পাদক | এডউইন গাস্তানেস |
কোষাধ্যক্ষ | হুয়ান মিগেল রোমুয়ালদেজ |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | আঙ্গেলিকো মেরকাদের |
প্রযুক্তিগত পরিচালক | স্কট কুপার |
ফুটসাল সমন্বয়কারী | ইসমাইল সেদিগ |
জাতীয় দলের কোচ (পুরুষ) | গোরান মিলোজেভিচ |
জাতীয় দলের কোচ (নারী) | লেত দিমজোন |
রেফারি সমন্বয়কারী | এডউইন আলোবিন |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ ফিলিপাইন ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ অক্টোবর ২০১১ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ ফিলিপাইন ফুটবল ফেডারেশন (ইংরেজি)