উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন

উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত২০০৫; ২০ বছর আগে (2005)
সদর দপ্তরসাইপান, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ
ফিফা অধিভুক্তিনেই
এএফসি অধিভুক্তি২০০৯ (অস্থায়ী সদস্য)
সভাপতিউত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ জেরি টান
সহ-সভাপতিউত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ভিকি ইজুকা
ওয়েবসাইটwww.nmifa.com

উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Northern Mariana Islands Football Association; এছাড়াও সংক্ষেপে এনএমআইএফএ নামে পরিচিত) হচ্ছে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[] এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ২০০৯ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির অস্থায়ী সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সাইপানে অবস্থিত।

এই সংস্থাটি উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে এম লীগ বিভাগ ১-এর মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন জেরি টান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রস সাপান্তা।

কর্মকর্তা

২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।
অবস্থান নাম
সভাপতি জেরি টান
সহ-সভাপতি ভিকি ইজুকা
সাধারণ সম্পাদক রস সাপান্তা
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালক মিচিতেরু মিতা
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) মিচিতেরু মিতা
জাতীয় দলের কোচ (নারী) কু লুয়াম খেন
রেফারি সমন্বয়কারী

তথ্যসূত্র

  1. "North Mariana exit weakens Oceania Football Confederation"। playthegame.org। ১১ মে ২০০৯। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ